দলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে, যথা সময়ে ব্যবস্থা নেওয়া হবে; ED-CBI’র নিপেক্ষ চেহারা আশা করব: TMC 

দলের তরফে থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দুর্নীতির ক্ষেত্রে ‘zero tolerance’ নীতি নেওয়া হবে। কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কোনও ভাবেই তাঁকে প্রশ্রয় দেওয়া হবে না। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য। অনুব্রতর বিরুদ্ধে কি দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হবে, গ্রেফতারির পর থেকেই এই প্রশ্ন উঠছিল। এদিন উত্তরে চন্দ্রিমা ভট্রাচার্য জানান, দলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। যথা সময়ে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এদিন ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 

এদিন তৃণমূলের মুখপাত্র সমীর চক্রবর্তী এবং চন্দ্রিমা ভট্রাচার্য সাংবাদিক বৈঠক করেন। এদিন চন্দ্রিমা বলেন, কেন্দ্রীয় তদন্তকারি  সংস্থার ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। বিরোধী দলের কেউ অভিযুক্ত হলে সক্রিয় অথচ নিজের দলের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নয়। তাঁর অভিযোগ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বা রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও ইডি, সিবিআই কোনও পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি তৃণমূলের তরফে এদিন জানানো হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতার দাবিতে যুব তৃণমলের তরফে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।  

Comments are closed.