ভাগ্যের পরিহাসে খুব অল্প বয়সেই টলিউড ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছিলেন এই অভিনেতা অভিনেত্রীরা, অকালে প্রাণ গিয়েছিল তাদের, জেনে নিন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কথা
ক্যামেরাতে আমরা সকল অভিনেতা অভিনেত্রীদেরই খুব হাসিখুশি প্রাণোচ্ছল দেখতে পাই। তারা অভিনয় জীবনে অনেক নাম, যশ, খ্যাতি, অর্থ উপার্জন করেন। কিন্তু বাস্তব জীবনে তাদের জীবনটাও আর পাঁচটা সাধারণ মানুষের মতই। তবে ব্যক্তিগত জীবনে তাদের সাথে কি হচ্ছে কি ঘটছে সে সমস্ত ঘটনার পুরোটা জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। যার ফলে তাদের সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে যায়। এমনই বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বাস্তবে অনেক নাম, যশ, খ্যাতি অর্থ উপার্জন করে নিলেও তারা তাতে খুশি ছিলেন না। তারা বাস্তবে চেয়েছিলেন একটুখানি শান্তি, একটুখানি আনন্দ। যার জন্য তারা অকালেই প্রাণ হারিয়েছিলেন।
সত্যিই তো, মানুষ জীবনে যত অর্থ, যত নাম, যত খ্যাতিই অর্জন করে নিক না কেন সব শেষে গিয়ে তারা একটুখানি শান্তির খোঁজ করে। আর সেই শান্তি যখন তাদের জীবন থেকে মুছে যায় তখন তারা মৃত্যুর পথ বেছে নেয়। আজ আপনাদের সঙ্গে সেরকমই কয়েকজন অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে আলোচনা করব, যারা বাস্তব জীবনে শুধুমাত্র শান্তির অভাবে অকালেই চলে গিয়েছিলেন।
১. পায়েল চক্রবর্তী : টলি ইন্ডাস্ট্রির পায়েল চক্রবর্তী ছিল খুব জনপ্রিয় একটি মুখ। ‘চোখের তারা তুই’, ‘জড়োয়ার ঝুমকো’ এবং ‘গোয়েন্দা গিন্নি’র মত জনপ্রিয় একাধিক ধারাবাহিকে আমরা তাকে অভিনয় করতে দেখতে পেয়েছি। এছাড়াও দেব-রুক্মিণী অভিনীত জনপ্রিয় ছবি ককপিটে ও অভিনয় করেছিলেন পায়েল। কিন্তু ২০১৮ সালে হঠাৎই শিলিগুড়ির এক হোটেল রুম থেকে উদ্ধার হয় পায়েলের মৃতদেহ। জানা যায় নিজের অভিনয় জীবন এবং সংসার দুটো একসঙ্গে সামাল দিতে না পারায় ২০১৫ সালে তার একবার বিবাহ বিচ্ছেদ হয়। সেই সময় তার ৯ বছরের এক পুত্র সন্তান ছিল। সেই সন্তান তার বাবার সঙ্গেই থাকতো। ছেলেকে কাছে না পাওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। আর এরপরেi আত্মহত্যার পথ বেছে নেন পায়েল।
২. দিশা গাঙ্গুলি : দিশা গাঙ্গুলী, এই নামটিও আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত। টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছিলেন দিশা। ‘বউ কথা কও’, কনকাঞ্জলির মতো একাধিক ধারাবাহিকে তাকে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি। ২০১৫ সালে হঠাৎই আত্মহত্যা করেন দিশা। দক্ষিণ কলকাতার পর্ণশ্রীর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দিশার মৃতদেহ। শোনা যায় অভিনেতা বিবস্বান ঘোষ এর সাথে সম্পর্কে ছিলেন দিশা। সম্পর্কে টানাপোড়নের কারণেই নাকি তিনি আত্মহত্যার পথ বেছে নেন। যদিও এই ঘটনার পুরোপুরি সত্যতা প্রমাণ হয়নি এখনো পর্যন্ত।
৩. রনি চক্রবর্তী : রনি ও টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘বয়েই গেল’, ‘জলনুপুর’ ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০১৫ সালে বন্ধুদের সঙ্গে সুইমিং পুলের সাঁতার কাটতে গিয়ে হঠাৎই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় অভিনেতার।
৪. পীযূষ গঙ্গোপাধ্যায় : টলিউড একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। ছোটপর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই দক্ষ ভাবে অভিনয় করে গিয়েছেন অভিনেতা। এই অভিনেতা ২০১৫ সালে এক গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যান। সাঁতরাগাছি সেতুতে তাঁর গাড়ির সাথে একটি লরির সঙ্গে ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
৫. রীতা কয়রাল : ছোটপর্দা হোক বা বড়পর্দা সব জায়গাতেই অভিনেত্রী রিতা নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে গিয়েছেন। খলনায়িকার চরিত্রে তার জনপ্রিয়তা ছিল সবথেকে বেশি। ‘রাজমহল’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ পাশাপাশি আরো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অল্প বয়সে লিভার ক্যান্সার ধরা পরার কারণে মৃত্যু ঘটে অভিনেত্রীর।
Comments are closed.