নতুন ধারাবাহিক শুরু করার জন্যই তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’, বেজায় মন খারাপ মন ফাগুন ধারাবাহিকের ভক্তদের
বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির চাহিদা আকাশছোঁয়া। আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই বাংলা ধারাবাহিক জগতে একের পর এক নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। আর বর্তমানে সব ধারাবাহিকই TRP রেটিং নির্ভর। যার TRP রেটিং ভালো সেই ধারাবাহিকের গুরুত্বও বেশি। তাই জন্যই তো বর্তমানে যেই ধারাবাহিকের TRP রেটিং কম সেই ধারাবাহিক গুলি একেক করে শেষ হয়ে যাচ্ছে। যেমন ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরনো ধারাবাহিক জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। আর তার শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। সম্প্রতি মন ফাগুন ধারাবাহিক বন্ধের খবরে মন ভেঙে গেলো দর্শকদের।
সূত্রের খবরে জানা গিয়েছে আগামী ১৭ই আগস্ট ধারাবাহিকের শেষ শুটিং হবে। আর মন ফাগুন ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক মাধবীলতা। ধারাবাহিক বন্ধের খবরে দারুন জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে। যদিও শেষ কয়েক মাস ধরেই এই ধারাবাহিকের TRP রেটিং খুবই কম। তবে TRP কমে যাওয়ার জন্যই কি বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক? নাকি অন্য কোনো কারণ রয়েছে?
গত বছর ৩১জুলাই শুরু হয়েছিল মন ফাগুন ধারাবাহিকের সম্প্রচার। ঋষি এবং পিহুর কেমিস্ট্রি দর্শকদের দারুন আকর্ষণ করেছিল। তখন TRP তালিকায় বেশ ভালো ফলাফল করছিল এই ধারাবাহিক। কিন্তু সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তা ফিকে হতে থাকে।তবে হঠাৎ করে এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার কারণ দর্শক এখনো খুঁজে পায়নি।
প্রথম প্রথম জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর বিপরীতে দারুন ফলাফল করছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে লক্ষ্মী কাকিমা সুপারস্টার দারুন জমজমাট। তাই মন ফাগুন আর টিকে থাকতে পারেনি এই ধারাবাহিকের সামনে। অনেকেরই দাবি মন ফাগুন নিজের পুরনো ছন্দ হারিয়ে ফেলেছে। কোনো মানে নেই গল্পের ইত্যাদি অনেক কিছু।
Comments are closed.