বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই নবান্নে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। নবান্ন সূত্রে খবর, প্রায় আধঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগে দিল্লি সফরেও তৃণমূল নেত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন।
বিজেপি নেতা হলেও তিনি বর্তমানে বিক্ষুব্ধ গোষ্ঠীর। মাঝে মাঝেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন। যার ফলে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর পর তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার নবান্নে আসার পর ফের একবার সেই গুঞ্জন শুরু হয়েছে। যদিও বৈঠকে কী নিয়ে কথা হয়েছে, সে সম্পর্কের দু’পক্ষের তরফে কেউ মুখ খোলেননি।
তবে বৃহস্পতিবার রাতে স্বামী ট্যুইটে লিখেছেন, কলকাতার ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলাম। তিনি একজন সাহসী নেত্রী। সিপিএম-এর বিরুদ্ধে লড়াই করে তিনি যেভাবে কমিউনিস্টদের ধূলিসাৎ করেছেন, তাতে আমি তাঁর গুণমুগ্ধ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, জাতীয় রাজনীতির পরিসরে দু’জনের পরিচয় দীর্ঘদিনের। এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। এটা নিয়ে আলোচনার কিছু নেই।
Comments are closed.