ঝড়-বৃষ্টি আরও বাড়বে শনিবার। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে, রবিবার পর্যন্ত একটানা বৃষ্টি চলবে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। এই অবস্থায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে পারবেন। জেলাগুলির উপরেও নবান্ন নজরদারি চালাচ্ছে। ২০ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরমধ্যে প্রশ্ন উঠছে কবে হাওয়া বদল হবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, রবিবার বিকেল থেকে উন্নতি হবে পরিস্থিতি।
অন্যদিকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেইভাবে নেই। কিছু জেলায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.