রবিবার কবি সুভাষ থেকে দমদমগামী ট্রেন ছাড়ার প্ল্যাটফর্ম পরিবর্তন হবে। ওইদিন ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দমদমগামী ট্রেন। তবে শুধুমাত্র রবিবার অর্থাৎ ২১ তারিখেই এই বদল হবে। কারণ হিসেবে জানা গিয়েছে, ওইদিন কবি সুভাষ মেট্রো লাইনে কিছু সারাইয়ের কাজ হবে। তাই ওইদিন ডাউন প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে আপ লাইনের মেট্রো অর্থাৎ দমদম ও দক্ষিণেশ্বরগামী ট্রেন। স্টেশনের ৩৩৮৪এ পয়েন্টে এই রিপায়ারিংয়ের কাজ হবে। যার জেরে আপ লাইনের প্ল্যাটফর্মের মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখা হবে।
তবে এদিন সকালের প্রথম ৫ টি দমদমগামী এবং দক্ষিণেশ্বরগামী ট্রেন আপ স্টেশন থেকেই ছাড়বে। রবিবার প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। ওইদিন মেট্রো চলাচলের সংখ্যার কোনও পরিবর্তন হবে না।
কয়েকদিন আগেই নোয়াপাড়া এবং দমদমের মাঝখানে ডাউনলাইনে কিছু সমস্যা দেখা যায়। এর ফলে দমদম থেকে যে ট্রেনগুলির ডাউন লাইনে ছাড়ার কথা ছিল সেগুলি আপ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। অর্থাৎ আপ প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দমদম মেট্রো স্টেশন থেকে বার হয়ে সেটি ডাউন লাইনে উঠছিল। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। এরপর রবিবার কবি সুভাষ থেকে আপ ট্রেন ডাউন লাইন থেকে ছাড়বে। তবে যাত্রীদের কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
Comments are closed.