নিম্নচাপ কেটে গিয়েছে রবিবার। ফের দক্ষিণবঙ্গ ভ্যাপসা গরমের শিকার হচ্ছে। গত ২ দিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শুরু হয়েছিল প্রবল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সেই নিম্নচাপ দুর্বল হয়ে রবিবার মধ্যপ্রদেশের উপর চলে গিয়েছে। আগামী কয়েকদিন এটি মধ্যপ্রদেশ ছাড়াও রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের একাংশে অবস্থান করবে। মৌসম ভবন জানিয়েছে, এরফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই রাজ্য গুলিতে।
তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল থাকবে। কিন্তু আরও আরেকটি নিম্নচাপের কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। কিন্তু সোমবার ও মঙ্গলবার আপাতত দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থাকবেই। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অনেকটা বেশী। মঙ্গলবারও একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার বলেই সূত্রের খবর।
Comments are closed.