দল তাঁকে সাসপেন্ড করেছে। একই সঙ্গে মন্ত্রিত্বও খুইয়েছেন। এবার বিধানসভার সমস্ত কমিটি থেকেও বাদ পড়লেন পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন পার্থ চ্যাটার্জি শুধু বিধায়কই রইলেন।
বিধানসভা সূত্রে খবর, পার্থ চ্যাটার্জি বর্তমানে জেলে রয়েছেন। কবে তিনি জেল থেকে ছাড়া পাবেন তা নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। সব দিক বিবেচনা করে পরিষদীয় দলের তরফে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পার্থ চ্যাটার্জিকে এই মুহূর্তে কোনও কমিটিতে রাখা অর্থহীন। সে কারণেই তাঁকে বাদ দেওয়া হচ্ছে।
নির্বাচিত বিধায়করা বিধানসভার নূন্যতম দুটি কমিটিতে সদস্য থাকেন। একটি বিধানসভার কমিটি এবং অন্যটি পরিষদীয় কমিটি। মঙ্গলবার পার্থ চ্যাটার্জিকে এই সমস্ত কমিটি থেকেই বাদ দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জি। ইডি তাঁকে গ্রেফতার করেছে। জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিও। অর্পিতার দুটি ফ্ল্যাটে কোটি কোটি টাকা ও প্রচুর সোনা পাওয়া নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। গ্রেফতারের ৬ দিন পর পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। অনেকের মতে বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ পড়ে আরও চাপ বাড়ল তৃণমূলের প্রাক্তন মহাসচিবের ওপর।
Comments are closed.