মঙ্গলবারের পর বুধবারও দিনভর বৃষ্টি চলবে। কমবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। মঙ্গলবার রাত থেকে দফায় বৃষ্টি চলছে। কলকাতার পাশাপাশি দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। ভারী বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
তবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কম হবে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মধ্যপ্রদেশ এবং রাজস্থানের উপর স্যার গেছে। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, এরফলে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হবে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের মধ্যভাগ, ওড়িশা ও হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
Comments are closed.