‘দুয়ারে’ নবান্ন; সরকারি পরিষেবা মিলছে কিনা খোঁজ নিতে বাড়ি বাড়ি পৌঁছবে প্রশাসন 

রাজ্যের একাধিক প্রকল্প, সরকারি সুযোগ সুবিধাগুলো যাতে প্রত্যেক রাজ্যবাসী পায়, তার জন্য আগেই দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিল রাজ্য। এবার প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে আরও একধাপ এগোল নবান্ন। জানা গিয়েছে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা মাফিক রাজ্য স্তরে ও জেলায় জেলায় ‘সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট’ তৈরী করবে নবান্ন। যার মূল লক্ষ্য হবে, রাজ্য সরকারের প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে ঠিক ঠাক পৌঁছচ্ছে কিনা তার খোঁজ নেওয়া। এই কাজে কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারই এই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পগুলো অনেকের কাছে পৌঁছলেও, পঞ্চায়েত স্তরে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আবাস যোজনা, গ্রামীন সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে পঞ্চায়েত স্তরে একাংশের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, এবার সে কারণেই এই পদক্ষেপ। সরকারি প্রকল্পের সুবিধের সাথে সাথে প্রতিনিধি দলের কাছে অভিযোগও জানাতে পারবে আমজনতা। জানা গিয়েছে একজন আইএএস অফিসারের তত্বাবধানে একটি বিশেষ দল এই কাজ করবে।  

Comments are closed.