আবারো জি বাংলার মহালয়ার দেবী দুর্গার সাজে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, মিঠাই কে দুর্গা না করায় ক্ষোভে রাগে ফেটে পড়লেন একাংশ নেটিজেন

সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই চলে আসবে মহালয়া। আর মহালয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে। প্রতিবছরের মতো এ বছরও মহালয়ার দিন ভোর পাঁচটায় দেখানো হবে দেবী বন্দনা মহিষাসুরমর্দিনীর গল্প। গত বুধবার সামনে এলো জি বাংলার এ বছর মহালয়ার এক ঝলক ভিডিও। এবছর জি বাংলার মহালয়ার দুর্গা কে হবে তা নিয়ে প্রথম থেকে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। কারণ অনেকেই আশা করেছিলেন এ বছর হয়তো মা দুর্গার রূপে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ সকল প্রিয় মিঠাইকে তারা দেখতে পাবেন। কিন্তু তা না হয়ে গত বছরের মত এই বছরও সেই দায়িত্ব সঁপে দেওয়া হল অভিনেত্রীর শুভশ্রী গাঙ্গুলীর কাঁধে।

এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। যেখানে দেখানো হয়েছে এক ঝলক অসুর বধের দৃশ্য এবং শুভশ্রীর এ বছরের দুর্গা সাজ। এ বছর মহাদেবের রূপে দেখা যাবে অভিনেতা রুবেল দাস কে। অসুর রূপে দেখা যাবে এক জনপ্রিয় নৃত্যশিল্পী কে, এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন জি বাংলার বিভিন্ন কলাকুশলীরা। তবে এ বছর ও শুভশ্রীকে দেবী দুর্গার সাজে দেখে দুই দল নেটিজেন দু’রকম মন্তব্য করলেন। শুভশ্রীর ভক্তরা তো দারুন খুশি অভিনেত্রী কে দেখে তার অঙ্গভঙ্গি চোখে মুখের এক্সপ্রেশন অসাধারণ লেগেছে তাদের।

অন্য দিকে একাংশের মত, ‘আরও তো অনেক নায়িকারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়ে শুভশ্রী কে কোনও মা দুর্গা করা হল। একদমই মানাচ্ছে না।’ এক মিঠাই-ভক্ত লিখলেন, ‘যে মেয়েটা চ্যানেলকে এত টিআরপি এনে দেয় তাঁকে বাদ দিয়ে কেন নেওয়া হল শুভশ্রীকে। ও তো অভিনয়ই করতে পারে না। শুধু ওই চোখ গোল গোল।’ প্রত্যেকেরই ইচ্ছে এক এক বছর এক একজনকে দেবী দুর্গার রূপে দেখতে পারলে তারাও খুশি হবেন।

কারণ ইতিমধ্যে স্টার জলসা ও নিজেদের মহালয়ার অনুষ্ঠানের প্রমো ভিডিও দর্শকদের সামনে নিয়ে এসেছেন। সেই প্রোমো ভিডিও সামনে আসার পর থেকে প্রত্যেকের মুগ্ধ হয়ে গিয়েছে ভিডিও দেখার পর। প্রমো ভিডিওতে পার্বতী রূপে দেবী দেবচন্দ্রিমা মহিষাসুরমর্দিনী রূপে সোনামণি এবং আরেক দেবীর রূপে দেখা গিয়েছে সোলাঙ্কি রায়কে। আর এই তিনজনের রূপই একেবারে মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের। তাই এ বছরও মহালয়ায় স্টার জলসা এবং জি বাংলার মধ্যে যে জোরদার টক্কর চলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Comments are closed.