এবার ট্রেনের টিকিট বাতিল করলেও দিতে হবে জিএসটি। জরুরী প্রয়োজনে ট্রেনের টিকিট বাতিল করা হলে বাতিলের অর্থের পাশাপাশি এবার থেকে দিতে হবে জিএসটি। ৩ অগাস্ট কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিটের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে ঘোষণা করা হয়েছে, এবার নিশ্চিত হওয়া টিকিটের পাশাপাশি হোটেলে রিসার্ভ করা রুম ক্যানসেল করা হলে কর দিতে হবে।
বলা হয়েছে, এতদিন ট্রেনের টিকিট কাটার সময় যে কর দিতেন ক্রেতা। এবার টিকিট বাতিল করা হলেও সেই হারে কর দিতে হবে। এতদিন ট্রেনের টিকিট কাটার সময় ৫ শতাংশ কর দিতে হত। অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিটের পক্ষ থেকে জারি করা সার্কুলার অনুযায়ী বাতিল টিকিটেও ৫ শতাংশ জিএসটি দিতে হবে। সফরের আগে ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে টিকিটের দামের ওপর ২৫ শতাংশ টাকা নেওয়া হয় বাতিল মূল্য হিসাবে। এখন থেকে এর ওপর দিতে হবে পণ্য পরিষেবা কর।
সার্কুলারে বাতিল হওয়া টিকিটে জিএসটি দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ ভারতীয় রেল এবং গ্রাহকের মধ্যে একটি চুক্তি। টিকিট বাতিল হলে গ্রাহক সেই চুক্তি ভাঙার জন্য এতদিন অর্থ দিত। কিন্তু রেলের নেওয়া এই বাতিল মূল্য পরিষেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিভঙ্গের কারণে হওয়া একটি লেনদেন, তাই এ ক্ষেত্রেও সরকারকে কর দিতে হবে। এই যুক্তিতেই টিকিট বাতিলের মূল্যের উপর পণ্য ও পরিষেবা কর বসানোর কথা বলা হয়েছে অর্থ মন্ত্রকের সার্কুলারে।
Comments are closed.