মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সঠিক তথ্য প্রমাণের অভাবে তাঁকে বেকসুর খালাস দেয় বিধাননগর এমপি-এমএলএ আদালত। অনুব্রত মণ্ডল সহ ১৪ জন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বেকসুর খালাস পাওয়ার পরেই অনুব্রত মণ্ডল বলেন, সত্যের জয় হল। অনুব্রতর আইনজীবী সৌভিক বসু বলেন, সাক্ষীদের জেরা করার পর কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। তাই বেকসুর খালাস পেয়েছেন অনুব্রত। উল্লেখ্য, ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি বিস্ফোরণ হয়। সেই মামলাতেই বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। এদিন আসালসোল জেল থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, জেলে কেউ কন্টিনিউ থাকে না। তিনি বলেন, দিদি আছে পাশে, এটাই এনাফ।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ভোট এলেই কেষ্টকে নজরবন্দী করে রাখা হয়। ওর শরীর ভালো নয়। বীরভূম জেলার নেতা ও ব্লক কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বীরের সম্মানে কেষ্টকে জেল থেকে ফিরিয়ে আনতে হবে। যতদিন কেষ্ট ফিরে না ফিরে আসছে, লড়াই আরও বাড়বে। মনে রাখবেন বীরভূম জেলা হারতে শেখেনি, ওটা লালা মাটির জায়গা।

Comments are closed.