“স্ট্রেচ মার্কস আছে যখন ঢেকে রাখো। এভাবে তা দেখানোর কী দরকার। নোংরা লাগছে তো” – জিমের পোশাক পরে রাস্তায় আসতেই শরীরের দাগের জন্য ট্রোল হলেন অভিনেত্রী মালাইকা

মালাইকা আরোরা, বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের ফ্যাশনের জন্য ভালই নাম কামিয়েছেন অভিনেত্রী। বলিউডের ফ্যাশন আইকন হিসেবে পরিচিত তিনি। ৪৮ বছর বয়সে এসেও তিনি যেভাবে ভারতীয় পোশাক থেকে ওয়েস্টার্ন পোশাক সবটাই ক্যারি করেন তা সত্যি রীতিমতো অবাককর। তাঁর এখনো আবেদনময়ী চেহারা আর সৌন্দর্যের জন্য অনেকেই বেশ ভালই হিংসে করেন তাঁকে। আবার সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ট্রোল হয়ে থাকেন এই অভিনেত্রী। বরাবরের মতো আবারো একবার নিজের পোশাকের জন্য ট্রল হলেন তিনি। জিমের ছোট ছোট পোশাক পরে রাস্তায় আসতেই ট্রল হতে হলে অভিনেত্রীকে।

প্রায়শই ভাইরাল হয় অভিনেত্রীর বিভিন্ন লুক। তেমনি সম্প্রতি সামনে এসেছে জিমের ছোট পোশাক পরা অভিনেত্রীর লুক। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর পরনে ছিল গাঢ় নীল রঙের টু পার্ট জিমের পোশাক। শরীরের উপরের ভাগে ব্রালেট আর নীচে টাইটস। এই পোশাকের কারণেই উন্মুক্ত ছিল অভিনেত্রীর স্তনের উদ্ধাংশ আর পেট। যার কারণে স্পষ্ট হয়ে উঠেছে পেটের স্ট্রেচ মার্কস। ফটোতে সেই অংশটুকু চোখের এড়ায়নি নেটিজেনদের। ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে তা নিয়ে ট্রোলিং।

একজন নেটিজেন লিখেছেন, “পেটে এগুলো কী”! আরেকজন লিখলেন, “স্ট্রেচ মার্কস আছে যখন ঢেকে রাখো। এভাবে তা দেখানোর কী দরকার। নোংরা লাগছে তো”। অভিনেত্রীর অনুরাগীরা আবার তার পাশে দাঁড়িয়ে লিখেছেন, “এইখানে যারা স্ট্রেচ মার্কসের জন্য ট্রোলিং করছেন তাদের বলে দি, অনেকেই আছেন যারা এই দাগ পাওয়ার জন্য যা খুশি করতে প্রস্তুত। মা হওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের অনুভূতি।”

অভিনেত্রী শুধু তাঁর পোশাকের জন্য নয়, এর আগেও অনেকবার ট্রোল হয়েছেন নিজের জীবনের ব্যাক্তিগত সিদ্ধান্ত নিয়েও। অভিনেতা আরবাজ খানের সাথে তাঁর সম্পর্কের বিচ্ছেদ এবং অর্জুন কাপড়ের সাথে তাঁর সম্পর্ক নিয়েও বহু ট্রোলের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। অর্জুন কাপুরের সাথে অভিনেত্রীর ১১ বছরের বয়সের ফারাক। অর্জুনের থেকে মালাইকা ১১ বছরের বড়। এসব কারণে অভিনেত্রীকে শুনতে হয়েছে, “বুড়ি”, “চামড়া ঝুলে গেছে”।

কিন্তু অভিনেত্রী বহু সাক্ষাৎকারে বলেন, “আসলে ট্রোলিং করাটা একটা নেশা। আমি যে পোশাক পরছি তা রিহানা পরলে বাহবা বের হবে। আর আমি বা বলিউডের কোনও নায়িকা পরলেই শুনতে হবে নোংরা নোংরা কথা। পোশাক তো যার যার ইচ্ছে তেই পরা উচিত। আমি মনে করি পোশাক নিয়ে সমালোচনা করার কোনও অর্থই নেই।”

Comments are closed.