রাতভর বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলো বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়।
নিম্নচাপের জেরে রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারের পর মঙ্গলবারও রাতভর বৃষ্টি চলবে। ওই দিন ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃষ্টির জেরে কলকাতার নীচু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি দিঘা, মন্দারমণির মতো সৈকত শহরগুলিতেও পর্যটকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বাংলার পাশাপাশি অন্যান্য কয়েকটি রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। গুজরাটের রাজকোট থেকে জগদলপুর হয়ে বঙ্গোপাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আরেকটি অক্ষরেখা গিয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে, ছত্তীসগড় ও তেলঙ্গানার উপর দিয়ে। জোড়া অক্ষরেখার ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Comments are closed.