সপ্তাহজুড়েই বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢাকা

রবিবার ও সোমবারের পর মঙ্গলবারও আকাশের মুখ ভার। কালো মেঘের চাদরে ঢেকে আছে দক্ষিণবঙ্গের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস মঙ্গলবারও রাতভর বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া , হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। আর সারা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

মঙ্গলবার সকালে নিম্নচাপ অবস্থান করছে ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগঢ়ে। হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টিপাত হবে হাওড়া, হুগলি, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও দুই মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে, জেলা প্রশাসনকে।

বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর হালকা মাঝারি বৃষ্টি হবে। উপকূলে ঝোড়ো হাওয়ার কারনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Comments are closed.