বং গাই এর পর ব্রহ্মাস্ত্রের রিভিউ দিলেন ইউটিউবার ঝিলম, বাংলা সিরিয়ালের সাথে ব্রহ্মাস্ত্রের মিল খুঁজে পেলেন ঝিলাম গুপ্ত! ভাইরাল ভিডিও
সম্প্রতি মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা “ব্রহ্মাস্ত্র”। এই সিনেমাটি বানানোর জন্য প্রায় ৮ থেকে ১০ বছর সময় নিয়েছিলেন পরিচালক। আর আমাদের ভারতের প্রথম অস্ত্রভার্স আসতে চলেছে তো তারজন্য সময় তো লাগবেই। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এই সিনেমাটি। যদিও আমরা বিগত রিলিজ হওয়া কয়েকটি সিনেমার ক্ষেত্রে দেখছি বলিউড একেবারেই ভালো ফলাফল করতে পারছেনা। খালি বয়কট আর বয়কটের ঝড়ে বলিউডের ভেঙে যাওয়ার জোগাড়। কিন্তু ঠিক তার উল্টোদিকে এই মুভিটি রিলিজ হওয়ার পর থেকে রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে বেশ ভালো ফলাফল করছে বক্স অফিসে। রণবীর আলিয়া অভিনীত এই সিনেমা বলিউডের মোড় ঘোরাতে পারে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। কিন্তু আবার অনেকেই এই সিনেমার চিত্রনাট্য এবং অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু সকলের মুখে সিনেমার ভিএফএক্স এবং ভিসুয়াল নিয়ে বেশ ভালই প্রশংসা শোনা যাচ্ছে।
সম্প্রতি সিনেমাটা দেখে এসে রিভিউ করেছিলেন আমাদের বং গাই অর্থাৎ কিরণ দত্ত। সেটা নিয়েও বেশ সমালোচনা হয়েছিল যে কিরণ নাকি টাকা খেয়ে ভালো দিক বলেছে এই সিনেমার। কিন্তু তারপর ইউটিউবার সমস্ত ব্যাপারটি স্পষ্ট করে বলেন যে তিনি কেন সিনেমাটির ভালো দিকগুলিও তুলে ধরেছেন। এরপরেই এই সিনেমা নিয়ে রিভিউ দেন আরো একজন কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম একজন হলেন ঝিলম গুপ্ত। সম্প্রতি তাঁর মুখ থেকেও শোনা গিয়েছে, এই সিনেমার রিভিউ।
এই সিনেমা নিয়ে একটি রিভিউ এর ভিডিও শেয়ার করেছেন ঝিলম। সেখানে ইউটিউবে জানিয়েছেন যে এই সিনেমা নাকি বাংলা সিরিয়ালের সাথে বেশ মিল রয়েছে। কারণ বাংলা সিরিয়ালেও বেশিরভাগই খলনায়িকা থাকে আর এখানেও নেগেটিভ ক্যারেক্টার একজন মেয়ে। আবার সিনেমাটিকে খাবারের সঙ্গে তুলনা করে ইউটিউবার বলেছেন এটি মূলত একটি ঝাল মুড়ির মত। ঝালমুড়িতে যেমন একসাথে অনেকগুলো উপাদান মিশিয়ে বেশি সুস্বাদু একটি খাবার তৈরি করা হয় এই সিনেমাটিও তেমন। হিন্দু মাইথোলজি, সাইন্স ফিকশন এবং প্রেমকে মিলিয়ে মিশিয়ে এর গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইউটিউবার এটিও বলেছেন যে এই সিনেমাটি নাকি ওয়ান টাইম ওয়াচ। তবে ঝিলমের মুখে ও এই সিনেমার ভিএফএক্স এবং ভিজ্যুয়াল এর প্রশংসা শোনা গিয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার রিভিউ বলছে, “এই ছবির চিত্রনাট্যের বাঁধন কখন কখনও একটু বেশিই জটিল মনে হবে আপনার। পাশাপাশি ২ ঘন্টা ৪৫ মিনিট দীর্ঘ ছবি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, এমনটা অস্বীকার করবার জায়গা নেই। ছবির প্রথমার্ধের ২০ মিনিট খুব অনায়াসে ছেঁটে ফেলতে পারতেন পরিচালক। রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম ইউএসপি। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানে ব্রহ্মাস্ত্র নিয়ে অনেক জটিল ধাঁধার জট খুলবে। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ সত্যিই প্রশংসনীয়। বড় পর্দায় এই সিনেম্যাটিক অভিজ্ঞতা না দেখাটা বড় মিস!”
তবে সূত্রের খবর বক্স অফিসেও বেশ ভালো ফল করেছে এই সিনেমাটি। Boxofficeindia.com – এর রিপোর্ট অনুযায়ী এই সিনেমার হিন্দি ভার্সন গত দুদিনে ৬৮ কোটি (শনিবার ৩৭ কোটি)-র কাছাকাছি আয় করেছে। মোট পাঁচটি ভাষায় রিলিজ হওয়ার কথা ছিল এই সিনেমা। তাই সবকটি ভাষা মিলিয়ে মোট আয় ৭৬ কোটি টাকার মতো। রিপোর্ট অনুযায়ী গত শনিবার অন্যান্য ভাষায় আয় হয়েছে ৩.৫-৪ কোটির মতো। আর আগেই বলেছিলাম চলচ্চিত্র সমালোচকরা বলছিলেন যে বিশ্ববাজারে মিলিয়নে ব্যবসা করবে এই সিনেমাটি। আর ঠিক তাই হলো আন্তর্জাতিক বাজারে তা ৩ মিলিয়ান ডলার ছাড়িয়েছিল এই সিনেমা। উইকেন্ডে তা ৯-১০ মিলিয়ান ডলার হয়ে যাবে বলেই আন্দাজ করছেন চলচ্চিত্র সমালোচকেরা।
Comments are closed.