নতুন করে নিম্নচাপের আশঙ্কা, বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়

বৃষ্টি যেন পিছু হাটছে না। কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃহস্পতিবার সারাদিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের প্রথম দিকেও ভাসবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

নতুন করে এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নিম্নচাপটি এখন মধ্যপ্রদেশে অবস্থান করছে। সেটির গতিপথ পরিবর্তন হয়ে আরও শক্তিশালী হবে। এর জেরে নতুন করে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে এই সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে। ভারী বৃষ্টি না হলেও দিনভর মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতার কারণে বাড়বে গরম । রবিবারের মধ্যে দক্ষিণে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রাও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সপ্তাহের শেষে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.