SBSTC-র অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে ভোগান্তি যাত্রীদের, আজই বৈঠকে বসছেন পরিবহণ মন্ত্রী

সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে বুধবার থেকে বিক্ষোভে সামিল হয়েছেন দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা (SBSTC)-র অস্থায়ী কর্মীরা। মেদিনীপুর ডিপো ও দুর্গাপুর ট্রাঙ্ক রোড বাস ডিপোর অস্থায়ী কর্মীরা ওইদিন বিক্ষোভ দেখায়। এর জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এবার বৃহস্পতিবার শাসক দলের শ্রমিক সংগঠনের নেতার উপস্থিতিতে বসতে চলেছেন পরিবহণ মন্ত্রী।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বহু মানুষ রাজ্যের সরকারি বাসের ওপর নির্ভর করে যাতায়াত করেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সংযুক্ত করে SBSTC৷ বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের সমস্যা তৈরি করে কোনও সমাধান সম্ভব নয়। তাই একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। বুধবার মেদিনীপুর ডিপো থেকে মাত্র একটি বাস কলকাতার দিকে আসে। অন্যদিকে দুর্গাপুর ট্রাঙ্ক রোড বাস ডিপো থেকে কোনও বাস ছাড়েনি। এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের প্রায় ১০০ টি বাস চলাচল বন্ধ থাকে। উৎসবের মরশুমে এখন অনেকেই দিঘা ঘুরতে যাচ্ছেন। কিন্তু বন্ধ হয়ে আছে দিঘা-কলকাতা সরকারি বাস চলাচল। দিঘা-খড়গপুর, দিঘা-বারাসত , দিঘা-দুর্গাপুর রুটে বন্ধ থাকে বাস চলাচল। যার জেরে সমস্যায় পড়েন পর্যটকরা।

তাঁদের দাবি, সব অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। বার্ষিক বেতন চালু করতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের ফের নিয়োগ করতে হবে। এছাড়াও আরও কিছু দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। তবে যাঁরা স্থায়ী কর্মী, তাঁরা বাস চালাতে চাইলে কোনও আপত্তি থাকবে না বলেই জানিয়েছিলেন বিক্ষোভরত অস্থায়ী কর্মীরা। এবার অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানে আলোচনায় বসছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Comments are closed.