এক্কেবারে পুজোর মুখেই কলকাতায় পৌঁছলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পদ্ম শিবির সূত্রে খবর, শুটিং থাকলেও রাজ্য বিজেপির বেশ কিছু কর্মসূচিতে দেখা যাবে ‘মহাগুরুকে’। জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।
তিন দিনের জন্য কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী। পুজোতে জন সংযোগে জোর দিতে হবে। উৎসবের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে। রাজ্য বিজেপির নেতৃত্বকে তেমনই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, জনসংযোগ নিয়ে রাজ্য নেতৃত্বকে কিছু পরামর্শ দিতে পারেন অভিনেতা। সেই সঙ্গে ২৪ সেপ্টেম্বর কলকাতা উত্তর ও দক্ষিণের কর্মীদের নিয়ে একটি সম্মেলন রয়েছে। তাতে উপস্থিত থাকবেন মিঠুন। আগামী ২৫ অক্টোবরও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালাদার কর্মীদের নিয়ে সম্মেলনে থাকবেন মিঠুন চক্রবর্তী।
তবে পুজোর মুখে মিঠুন চক্রবর্তী কলকাতাতে এলেও পুজোতে তিনি শহরের বাইরে থাকবেন বলেই খবর। যার ফলে কোনও পুজো উদ্বোধনে অভিনেতাকে নাও দেখা যেতে পারে। যদিও পদ্ম শিবিরের অন্দরে খবর, এবার কলকাতার এক বড় পুজো উদ্বোধন করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে মিঠুনের কলকাতা সফর নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
Comments are closed.