শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে ভয়াবহ চুরির ঘটনা। চলন্ত ট্রেনে উঠে মহিলার মাথার কাছ থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গোটা ঘটনায় অভিযোগ জানানো হয়েছে পুরী স্টেশনের জিআরপির কাছে। চুরি যাওয়া ব্যাগ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জিআরপির তরফে।
জানা গিয়েছে বুধবার শিয়ালদহ থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে নিজের স্ত্রীকে নিয়ে ওঠেন অভিজিৎ আচার্য। তাঁরা ছিলেন ট্রেনের A1 কামরায়। মধ্যরাতে ট্রেন খড়গপুর স্টেশন ছাড়ার পর এবং ভুবনেশ্বর স্টেশনে ঢোকার আগে গতি একটু কমিয়ে দেয়। অভিযোগ সেইসময় ট্রেনে তাঁরা দেখতে পান নীল রঙের পোশাক পড়া দুই দুষ্কৃতীকে। প্রথমে তাঁদের প্যান্ট্রি কারের কর্মী ভেবে গুরুত্ব দেননি অভিজিৎ বাবু ও তাঁর স্ত্রী। পরে তাঁদের মধ্যে একজন অভিজিৎ বাবুর স্ত্রীর মাথার কাছে থাকা একটি ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয়। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় তাঁরা। পরে স্টেশনে নামার পর জানা যায় শুধু A1 কোচ নয়, BA, B3, B4 কোচেও দুষ্কৃতীরা ছিনতাই চালিয়েছে। দুর্গাপুজোর ছুটি পুরীতেই কাটাতে চেয়েছিলেন অভিজিৎ বাবু ও তাঁর স্ত্রী। কিন্তু এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হতে হবে টা ধারনাই করতে পারেননি তাঁরা।
Comments are closed.