দশমীর সকালে ঝেঁপে বৃষ্টি নামলো কলকাতায়। হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা ছাড়া বৃষ্টি হবে হাওড়া , বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এর জেরে দশমীর দিনেও আকাশ মেঘলা থাকবে।
দুর্গাপুজোর শেষ লগ্নে বৃষ্টি ভোগান্তি বাড়াবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের ভ্রুকুটি। প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন পুজো প্যান্ডলেগিলিতে হবে সিঁদুর খেলা। প্রতিমা ভাসানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরমধ্যে বৃষ্টি সেই আনন্দ মাটি করতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, ভাইফোঁটা, কালী পুজো সহ উৎসব রয়েছে। সেক্ষেত্রে নতুন করে সৃষ্ট হওয়া কোনও নিম্নচাপ আনন্দ মাটি করবে কিনা সেই আশঙ্কা পিছু ছাড়ছে না বাঙালির।
Comments are closed.