মালবাজারে হড়পা বানে বিপর্যয়ের জের। শুক্রবার জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল করল জেলা প্রশাসন। জেলার সাধারণ মানুষের অনুভূতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ডি এম।
মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে হড়পা বানে তলিয়ে যান ৮ জন। চিকিৎসা চলছে আরও ১৩ জনের। এই অবস্থায় মৃত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, চার বছর ধরে কলকাতায় আয়োজন করা হচ্ছে দুর্গা পুজোর কার্নিভাল। কিন্তু এই বছর জেলা জুড়ে পালিত হবে কার্নিভাল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে পালিত হবে দুর্গা পুজোর কার্নিভাল। উত্তরের প্রতিটি জেলায় শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি জেলায়। ৭ অক্টোবর উত্তরের জেলা জুড়ে পালিত হবে কার্নিভাল। শিলিগুড়ি কার্নিভাল অংশ নেবে ২৭ টি পুজো। বিধান রোড থেকে শুরু হবে শোভাযাত্রা। মালদার কলেজ মাঠে বসবে কার্নিভালের আসর। মালদার জেলাশাসক নীতিন সিঙ্গানিয়ার তত্ত্বাবধানে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে। এই জেলার ৩০ টি পুজো অংশ নেবে কার্নিভালে। উপস্থিত থাকবেন বিধায়ক ও জেলার শীর্ষ কর্তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কার্নিভালের আয়োজন করা হয়েছে।
Comments are closed.