পুজোয় বৃষ্টি মাথায় নিয়ে আনন্দে মেতেছে বাঙালি, কার্নিভালের দিনেও ভাসবে শহর, কী বলছে হাওয়া অফিস

গত দুবছর করোনা আতঙ্ক কাটিয়ে শনিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল। বিকেল ৪.৩০ থেকে রেড রোডে শুরু হবে কার্নিভাল। কিন্তু কার্নিভাল মাটি করতে পারে বৃষ্টি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? এদিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে শহর কলকাতায়।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। পুজোর দিনগুলিতে কলকাতার একাধিক জায়গা বৃষ্টিতে ভিজেছে। কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুরেছে উৎসব প্রিয় মানুষ। এবার কার্নিভালের দিন বৃষ্টি হলেও তা মাটি করতে পারবে না আনন্দ, এটাই বলাই যায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিন। কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ বলেই জানিয়েছেন হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।

Comments are closed.