লক্ষ্মী পুজোয় বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় ভারী বর্ষণ

এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। শনিবার অর্থাৎ আজও দু,এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কার্নিভাল চলাকালীনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অর্থাৎ লক্ষ্মী পুজোর দিনও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হওয়া অফিস। পুজোর দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, এবার তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 

জানা গিয়েছে রবিবার দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা থাকছে। 

রবিবার ছাড়া সোম এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সব জেলাতেই। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভবনা থাকছে। 

   

Comments are closed.