দূর পাল্লার ট্রেনে যাত্রা করছেন? তাহলে অবশ্যই রেলের নতুন নিয়ম জেনে রাখুন। তা না হলে আপনার কনফার্ম টিকিটও বাতিল হয়ে যেতে পারে। মাঝ রাস্তায় চূড়ান্ত দুর্ভোগে পড়তে পারেন।
নতুন নিয়মে রেলের তরফে জানানো হয়েছে, দূর পাল্লার যাত্রার ক্ষেত্রে আপনি যে স্টেশন থেকে টিকিট কাটবেন, সেই স্টেশনে থেকেই ট্রেনে চড়তে হবে। তা না হলে ট্রেনে উঠে দেখবেন আপনার কনফার্ম টিকিটও বাতিল হয়ে গিয়েছে।
ধরুন টিকিট অনুযায়ী আপনার হাওড়া থেকে ট্রেনে চড়ার কথা। টিকিট কনফার্মও হয়ে রয়েছে। এবার কোনও কারণে আপনি হাওড়ার বদলে ব্যান্ডেল বা বর্ধমান থেকে ট্রেনে উঠলেন। কিন্তু সেক্ষেত্রে ট্রেনে উঠে দেখবেন, আপনার কনফার্ম টিকিটও বাতিল হয়ে গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিটে উল্লেখিত স্টেশন থেকে যাত্রী না উঠলে ট্রেন ছেড়ে দেওয়ার পর ওই যাত্রীর টিকিট বাতিল হয়ে যাবে। অর্থাৎ এবার থেকে টিকিটে যে স্টেশনের নাম উল্লেখ থাকবে সেই যাত্রীকে সেই স্টেশন থেকেই ট্রেনে উঠতে হবে।
Comments are closed.