উত্তরবঙ্গে বেশকিছু জেলায় চলছে ভারী বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরমধ্যেই অক্টোবর মাসে জোড়া ঘূর্ণাবর্ত ইঙ্গিত দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে চলতি মাসে আরও দুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ ই অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অপরদিকে আরও একটি ঘূর্ণাবর্ত ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এরফলে কালীপুজোর সময় বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। এর আগে দুর্গাপুজোর সময়েও বৃষ্টি হয়েছে বাংলায়। কিন্তু বৃষ্টি মাথায় নিয়েও উৎসবে মেতে ছিল বাঙালি।
অন্যদিকে এদিন কলকাতার একাংশে বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে মানুষ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, পুরুলিয়া, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান সহ কিছু জেলায় আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ অন্যদিকে উত্তরবঙ্গে আগামী এক-দুই দিনে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টি হবে৷ বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের সিংতামে ধস নামে। পর্যটকদের কথা চিন্তা করে উত্তর সিকিমের পারমিট বাতিল করেছে সরকার।
Comments are closed.