আজ অর্থাৎ বুধবার রাজ্যের উদ্যোগে ইকো পার্কে বিজয়া সম্মেলনী। এদিনের অনুষ্ঠানে শিল্পপতি সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে, তৃণমূলের তরফে।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। এছাড়াও প্রথম সারির কয়েকজন শিল্পপতিকেও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়ার। সেই সঙ্গে টালিগঞ্জ-এর একঝাঁক তারকাকেও এদিনের বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবছরই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষ্যে আগেই রাজ্যের তরফে বেশ কিছু অনুষ্ঠান করা হয়েছে। পাশপাশি বিশ্বের দরবারে স্বীকৃতি মেলায়, এ বছরের পুজোয় রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ২০২২ এর দুর্গাপুজো একটা আলাদা মাত্রা পেয়েছে। পুজোর পাশাপাশি বিজয়া সম্মেলনী নিয়েও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলায় জেলায় বিজয়া সম্মেলনীর পরিকল্পনা করেছে তৃণমূল। বৃহস্পতিবার ভবানীপুর দিয়ে যার সূচনা হবে।
Comments are closed.