প্রথমবার “দুদিনের দুনিয়া” মুক্তি পাবে OTT প্লাটফর্মে, চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু জুটিকে একত্রে দেখতে পাবেন ওটিটি দর্শকরা। ভাইরাল ভিডিও
ওটিটি প্লাটফর্ম আগেও ছিল। কিন্তু করো না অতি মারির জন্য যখন সমস্ত সিনেমা হল গুলি বন্ধ হয়ে যায় তখন সিনেমা প্রেমীদের কাছে একমাত্র ভরসা ছিল এই ওটিটি প্লাটফর্ম গুলি। সিনেমা হোক বা সিরিজ বা হোক যে কোন শর্ট ফিল্ম সবই দেখতে পাওয়া যায় ওটি টি প্লাটফর্মে তাও আবার ঘরে বসেই। তাই বর্তমানে মানুষের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। যে কোন মুভি রিলিজ হলেই তাই হইচই পড়ে যায় দর্শকদের মধ্যে কবে তা ওটিটিতে আসতে চলেছে, এই প্রশ্নে ছেয়ে যায় চারিদিক।
আর তাই আপনাদের জন্য এনেছি একটি সুখবর। চলতি বছরে ওটিটিতে আসতে চলেছে” দুদিনের দুনিয়া।” এখানে চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু এর মত দুজন বিখ্যাত মানুষকে একত্রে একই পর্দা ভাগ করে নিতে দেখা যাবে। ১৩ ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ঠিক যখন ঘড়ির কাঁটা রাত আটটার সময় নির্দেশ করবে ঠিক তখনই মুক্তি পাবে এই ছবিটি ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ওটিটিতে। প্রথমবারের জন্য এই দুজনের জুটি ওটিটিতে দেখা যাবে।
“দুদিনের দুনিয়া”য় চঞ্চল চৌধুরী ও বাবু ছাড়াও রয়েছেন আরো অনেক বিখ্যাত বাংলাদেশী শিল্পীরা তাদের মধ্যে রয়েছেন মৌসুমী হামিদ, ইকবাল হোসেন , তানিয়া বৃষ্টি , হোসেন ইভান, অনীক হাসান, সোহেল আহমেদ , নুসরাত জাহান নদী, রাচি চৌধুরী ,বিটলু শামীম ও হান্নান শ্যালি এর মত বিশিষ্ট তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।
প্রথমবার ওটিটি মাধ্যমে তার ছবি মুক্তি বাবা নিয়ে সংবাদ মাধ্যমকে শ্রী চঞ্চল চৌধুরী জানালেন , ” আমরা চাইছিলাম আমাদের এই সিনেমাটি আরো বহু সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে যাক। আর তাই আমাদের ইচ্ছে ছিল যে এই ছবিটি মুক্তি পাক ও টি টি প্লাটফর্মে। গল্পটি একেবারে নতুন আর যারা অভিনয় করেছেন তাদের জন্য প্রত্যেকটি চরিত্র ছিল নতুন ধারার। আমরা চাই দেশ ছাড়িয়ে-বিদেশেও এই ছবি মানুষ দেখুক। তাই দর্শকদের কথা ভেবে এই সিদ্ধান্ত।” তিনি এর সাথে সাথেই পরিচালক অনন বিশ্বাসকে তার তরফ থেকে জানিয়েছেন কৃতজ্ঞতা ও তার সহকারি অভিনেতা অভিনেত্রীদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী এটাও জানিয়েছেন যে, ” আমি এই ছবিটি নিয়ে সত্যই খুব আশাবাদী। অনমের সাথে এটা আমার প্রথম কাজ হলেও , গল্পটা শোনার পর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই চরিত্রটি আমি করব এবং চরিত্রটি আমার খুবই পছন্দের।”
Comments are closed.