সোমবার বিকেলেই উত্তর আন্দামানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে পারে। ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বিকেলে সৃষ্ট ঘূর্ণাবর্ত মঙ্গলবার সকালেই উত্তর পশ্চিম দিকে যাবে। ফলে
২০ অক্টোবর বুধবার থেকে নিম্নচাপ দেখা দেবে। তবে নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল। তাই এই রাজ্যে খুব একটা প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত শুরু না হওয়ায় সাইক্লোনের কতটা প্রভাব ফেলবে তো বলা যাচ্ছে না। তবে প্রবল বা অতি প্রবল ঘূর্নিঝড়ের সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহবিদরা। অন্যদিকে সোমবার ভোর থেকে আবহাওয়ার বদল হয়েছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা অনেকটাই কমেছে। কমেছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও। উত্তরবঙ্গে শনিবার বিদায় নিয়েছে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টা দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে।
Comments are closed.