ভাইফোঁটায় পূর্ণদিবস ছুটি থাকবে সরকারি অফিস। অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার ছুটি থাকবে রাজ্যের সরকারি কর্মচারীদের। নবান্নের তরফে বিজ্ঞতি দিয়ে জানানো হল একথা। ভ্রাতৃ দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তিতে পরিবর্তন করা হল।
এছাড়াও ছট পুজো উপলক্ষ্যে অক্টোবর মাসে আরও দুদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। দীপাবলিতে এবার ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারী। ২৪ অক্টোবর কালীপুজোর ছুটি। সঙ্গে জুড়ে গেল ভাইফোঁটাও। শনিবার থেকে ধরলে আগামী সপ্তাহে টানা ৫ দিন ছুটি পাবেন তাঁরা। সব মিলিয়ে অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকবে সরকারি অফিস।
এই বছর পুজোয় টানা১১ দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মীরা। আর এবার কালীপুজোয় টানা ৩ দিন। ১ সেপ্টেম্বর দুর্গাপুজো কে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আনন্দে পথে রঙিন শোভাযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রানী রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় শামিল হয়েছিলেন ১৩৫ টি পুজো কমিটির সদস্যরা।
এই বছর মহালয়া আগেই পুজোর উদ্বোধনও শুরু করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এই বছর ৩০ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটির পড়ে যায় সরকারি অফিসে। সেই ছুটি শেষ হয়েছে ১০ অক্টোবর অর্থাৎ লক্ষ্মীপুজোর দিন।
Comments are closed.