সকাল থেকে আকাশ ছিল মেঘলা। একটু বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলায়। আলিপুর আহাওয়ায় দফতরের পুর্বাভাস, অক্টোবর মাসেই আছড়ে পড়তে চলছে সাইক্লোন সিত্রাং। বুধবার কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কয়েকদিন আগেই মার্কিন আবহবিদরা জানিয়েছিলেন, ২৩ অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন সিত্রাং। যদিও এই বিষয়ে তখন কোনওরকম আশঙ্কার কথা জানায়নি মৌসম ভবন। কিন্তু এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এই মাসেই একটা সাইক্লোনের সম্ভাবনা থাকছে। যদিও এর প্রভাব কোন কোন এলাকায় পড়বে সেই বিষয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়ায় দফতর। আবহবিদরা জানিয়েছেন, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবেই বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন। অন্যদিকে বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন কলকাতা, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
Comments are closed.