ধেয়ে আসছে সাইক্লোন সিত্রাং। ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের আছড়ে পড়তে পারে সিত্রাং। তাই সতর্ক হয়েছে প্রশাসন। উপকূলের এলাকাগুলি জুড়ে চলছে সতর্কতা। পুলিশ ও প্রশাসনের তরফে চলছে মাইকিং।
নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমার বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য চলছে মাইকিং। আগামী ২২ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার কথা বলা হয়েছে। কাকদ্বীপ, সাগর, পাথর ও বকখালির মৎস্যজীবীদের শনিবারের মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজো থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। সেই নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ের পরিণত হবে।
অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নবান্ন। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কালীপুজো ও দীপাবলিতে সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই কাজে যোগ দিতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশিকায় জানিয়েছে নবান্ন। শুক্রবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অফিসারদের নিয়ে বৈঠক করবেন। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা–বাংলাদেশের উপকূল।
Comments are closed.