উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বাংলার বাসিন্দার

ট্রেকিং করতে গিয়ে ফের মৃত্যু হল এক বাঙালির। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস। বয়স হয়েছিল ৪৩। বৃহস্পতিবার তাঁর বাড়িতে এসে পৌঁছায় মৃত্য সংবাদ।

এই মাসের ১১ তারিখ নির্মল বিশ্বাস উত্তরাখণ্ডের বিনায়ক পাসে ট্রেকিং করতে গিয়েছিলেন। পেশায় ট্রাভেল এজেন্ট ছিলেন নির্মল বিশ্বাস। কিন্তু বহুদিন ধরেই পাহাড়ে ওঠার শখ ছিল তাঁর। এর আগে চারবার তিনি ট্রেকিং করতে যান। কিন্তু প্রতিবার সফল হয়ে ফিরে আসেন। কিন্তু এবার আর ফিরে এল না। দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এবার এক দলের সঙ্গে তিনি গিয়েছিলেন। বুধবার সেই দলের তরফে ফোন করে জানানো হয় মারা গিয়েছেন নির্মল বিশ্বাস। কিন্তু অনেক দূর থেকে ফোনের লাইন পাওয়া যাচ্ছিল না বলে জানাতে দেরী হয়। জানা গিয়েছে তুষাড়পাতের কারণে মৃত্যু হয় তাঁর। তুষারপাতের ফলে তাপমাত্রা অনেকটা নেমে যায়। আর এতেই মৃত্যু হয় নির্মল বিশ্বাসের। দীপাবলির আগে এই মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

এই মাসেই উত্তরকাশীতে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ের কবলে পড়েন ২৯ জন শিক্ষার্থী পর্বতারোহীরা। তাঁদের মধ্যে মৃত্যু হয় অনেকের।

Comments are closed.