প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ, স্বস্তিতে গ্রাহকরা

১ ঘণ্টা ৫০ মিনিট পর অবশেষে স্বাভাবিক হয়ে শুরু করলো হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর থেকে পরিষেবা বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপের।

প্রথমে জানা যায় গোটা দেশজুড়ে বন্ধ এই ম্যাসেজিং অ্যাপ। পড়ে জানা যায় শুধুমাত্র ভারত নয়, গ্রেট ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় বন্ধ ছিল পরিষেবা। সূত্রের খবর, সারা বিশ্বেই ডাউন হয়ে পড়ে এই ম্যাসেজিং অ্যাপের পরিষেবা। সাইবার হামলার আশঙ্কা করেন সাইবার বিশেষজ্ঞরা। অবশেষে প্রায় ২ ঘণ্টা পর চালু হল হোয়াটসঅ্যাপ পরিষেবা। যদিও কেন এভাবে দীর্ঘক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ রয়েছে সেই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।

Comments are closed.