সেই নবান্ন সাক্ষাৎ-এর পর ফের মুখ্যমন্ত্রীর কাছে শোভন চ্যাটার্জি। সঙ্গে ছিলেন বৈশাখী ব্যানার্জিও। দুপুর আড়াইটে নাগাদ ফোঁটা নিতে তৃণমূল নেত্রীর বাড়িতে যান শোভন। এদিন বৈশাখী ব্যানার্জি বলেন, দিদি ও শোভনের পারস্পরিক সম্পর্ক অটুট। ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে যান শোভন ও বৈশাখী। প্রায় আধঘন্টা মতো তাঁর তৃণমূল নেত্রীর বাড়িতে ছিলেন। ফোঁটা শেষে শোভন চ্যাটার্জি তেমন কোনও মন্তব্য করতে চাননি। তবে বৈশাখী জানিয়েছেন, দিদির সঙ্গে শোভনের সম্পর্ক আগের মতোই রয়েছে। সেই সঙ্গে এদিন তিনি আবার বলেন, শোভনের পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরে আসা উচিত। বৈশাখী ব্যানার্জির মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। তবে কী শোভনের তৃণমূলে ফেরা এখন সময়ের অপেক্ষামাত্র। যদিও সে নিয়ে কোনও পক্ষের তরফে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই হঠাৎ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। সে সময়ে জল্পনা ছড়িয়ে ছিল, ২১ জুলাইয়ের মঞ্চে ফের একবার শোভন চ্যাটার্জিকে তৃণমূলে ফিরতে দেখা যাবে। যদিও তেমন কোনও ঘটনা। তবে এদিন ফের একবার কালীঘাটের বাড়িতে কলকাতার প্রাক্তন মেয়রের উপস্থিতি সেই জল্পনাকে উস্কে দিচ্ছে।
Comments are closed.