মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা; ফোঁটা নিলেন একাধিক নেতা-মন্ত্রী 

প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে মহাসমারোহে পালিত হয় ভাইফোঁটা। এবারেও তার ব্যতিক্রম হল না। ভাইফোঁটার দিন সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোঁটা নিতে আসতে দেখা গেল তৃণমূলের তাবড় তাবড় নেতা মন্ত্রীকে। 

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা যায়, কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, জাভেদ খান, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন  শান্তনু সেনকে। সেই সঙ্গে প্রতিবারের মতোই এবারেও মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গিয়েছে, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি সহ কয়েকজন। 

তবে এবারে কার্যত চমক ছিল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভনদেব চ্যাটার্জির উপস্থিতি। সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও গতবারের মতো এবারেও বান্ধবী বৈশাখী ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কালীঘাটের বাড়িতে উপস্থিত ছিলেন শোভনদেব চ্যাটার্জি। যার জেরে এবারেও তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। তাহলে কি ফের একবার তৃণমূলের হাত ধরে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র? 

Comments are closed.