কাঁকিনাড়ার পর নরেন্দ্রপুর। বোমার আঘাতে জখম শিশু। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মাঠে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম ৫ কিশোর। অভিযোগ শুক্রবার দুপুরে নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর আহত হয়েছে ৫ কিশোর। এই ঘটনার পর এলাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রের খবর, এই ৫ কিশোর দাসপাড়া এলাকার বাসিন্দা। সকলেরই বয়স ১০ বছর থেকে ১২ বছরের মধ্যে। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পর মাঠ ছাড়েনি ওই ৫ কিশোর। অন্যান্য দিনের মতন এদিন দুপুরে মাঠে খেলছিল তারা। খেলতে খেলতে মাঠের এক কোণে মজুত করা বোমা দেখতে পায় তারা। সেই সময় মাঠে উপস্থিত কয়েকজন দুষ্কৃতী তাদের মাঠ ছেড়ে দিতে বলে। কিন্তু খেলা ছেড়ে মাঠ না ছাড়ায় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার শব্দে স্থানীয়রা মাঠের কাছে জড়ো হলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত কিশোররা ভর্তি চিত্তরঞ্জন হাসপাতালে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় এক শিশুর। গুরুতর আহত হয় আরও এক শিশু। ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বোমা মজুতের অভিযোগে শিবা চৌধুরী নামে ভাটপাড়া র এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
Comments are closed.