শনিবার রেকর্ড পারদ পতন কলকাতায়। অক্টোবর মাসের নিরিখে ১০ বছরের রেকর্ড পারদ পতন হল কলকাতায়। একদিন পারদ নামল ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঘুম থেকে উঠেই শহরবাসী বুঝতে পারল আর দরকার পড়বে না এসির। এসির বদলে গায়ে হালকা চাদর টেনে নিয়ে বেশি আরাম পাওয়া যাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখন আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সিত্রাং এর প্রভাবে কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে। বাংলাদেশে সিত্রাং আছড়ে পড়লেও এর প্রভাবে একটু একটু করে পারদ পতন হয়ে শুরু করেছে বাংলায়। আর এবার কলকাতার পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জেলাগুলিতেই বেশ ভালই শীতের আমেজ বোঝা যাচ্ছে। তবে কলকাতায় একদিনে ৪ ডিগ্রি পারদ নেমে যাওয়ায় গত ১০ বছরে অক্টোবর মাসে কলকাতার শীতলতম দিন শনিবার। ২০১২ সালের অক্টোবর মাসে শেষ পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি।
Comments are closed.