ফের উর্দ্ধমুখী তাপমাত্রা, নভেম্বরে সেইভাবে শীত পড়বে না বলে জানাল হাওয়া অফিস

বুধবার শহরে ফের উর্দ্ধমুখী পারদ। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে নভেম্বর মাসে অধরা থাকবে শীত। যদিও এমনই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, আপাতত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের কোনও সম্ভাবনা নেই।

তাপমাত্রা বেড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। অক্টোবর মাসের নিরিখে ২৯ তারিখ অর্থাৎ শনিবার তাপমাত্রা সবথেকে বেশি কমেছিল। তাপমাত্রা নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি। এই হাওয়া ঢুকতে আরও সময় লাগবে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এখনও বেশি রয়েছে। উল্লেখ্য, ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে কলকাতায় বেশ কয়েকদিন ১৫ ডিগ্রির নীচে নেমেছিল তাপমাত্রার পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু পুরো নভেম্বর মাস জুড়ে সেইভাবে শীত উপভোগ করতে পারবে না বাঙালি, তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Comments are closed.