এবারের ঘুম উৎসবের স্লোগান ‘ঘুম বরাবর ঘুম’, ফেস্টিভ্যালের ম্যাসকট রেড পাণ্ডা

ঘুম উৎসব উপলক্ষ্যে এবার পাহাড়ে থাকছে একাধিক চমক। এবছর ফেস্টিভ্যালের স্লোগান ‘ঘুম বরাবর ঘুম’৷ ১২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি চলবে ঘুম ফেস্টিভ্যাল৷ এই ফেস্টিভ্যালের ম্যাসকট প্রকাশ করা হয়েছে৷ দার্জিলিঙের রেড পাণ্ডা এবারের ফেস্টিভ্যালের ম্যাসকট৷

ডিএইচআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর ফেস্টিভ্যালকে আরও জনপ্রিয় করা হবে৷ আগেই জানানো হয়েছিল রাতেও টয় ট্রেনে ঘুরত পারবেন পর্যটকেরা। থাকছে নাইট জয়রাইড৷ ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষ জয় রাইডের ব্যবস্থা করা হয়েছে৷ ঘুম স্টেশনে, দার্জিলিং ম্যালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে৷ ঘুম স্টেশন চত্বরে কয়েকটি কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে৷ যেখানে বিভিন্ন খাবার, হস্তশিল্পের জিনিস পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছর প্রথম আয়োজিত হয় ঘুম উইন্টার ফেস্টিভ্যালের। সারাবছর পাহাড়ে পর্যটকরা ভিড় জমান। আর শীত পড়তেই সেই ভিড় আরও কয়েকগুণ বেড়ে যায়। সবথেকে উঁচু রেল স্টেশন ঘুম। যেখানে বরাবর পর্যটকের ভিড় থাকে। তাই শীতের মরশুমে ঘুম স্টেশনে ফেস্টিভ্যাল করার ভাবনা নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অথবা ফি এইচ আর।

Comments are closed.