শহরে ফের ২০ ডিগ্রিতে নামল তাপমাত্রা, চব্বিশ ঘণ্টার মধ্যেই অনুভূত হবে শীতের আমেজ

শহরে ফের পারদ পতন। ২০ ডিগ্রি তে নামল তাপমাত্রা। চব্বিশ ঘণ্টার মধ্যে শীতের আমেজ অনুভূত হবে শহরে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানা গিয়েছে।

শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীতের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল সপ্তাহ শেষে তাপমাত্রার পারদ আরও নামবেন সেইমত শুক্রবার ফের 20 ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে। ভোরের দিকে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পঙের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার পর্যন্ত। তবে এই সময় পাহাড়ে গিয়ে বেশ মনোরম আবহাওয়া উপভোগ করছেন পর্যটকরা। প্রায় রোজ দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধের।

Comments are closed.