আগামী জি-২০ সম্মেলনের দায়িত্ব পেল ভারত। ইন্দোনেশিয়ার জি-২০ সম্মেলনের শেষ দিন আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে আগামী সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজকের দিনটি প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে গর্বের, সম্মানের।
এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এদিন ইউরোপীয় ইউনিয়নেরও তাবড় তাবড় নেতারাও উপস্থিত ছিলেন। ওই মঞ্চেই আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে আগামী সম্মেলনের দায়িত্ব তুলে দেওয়া হয়।
আগামী সম্মেলনের থিমও জানান প্রধানমন্ত্রী। আগামী সম্মেলনের থিম বসুধৈব কুটুম্বকম’ বা এক বিশ্ব, এক পরিবার,। প্রধানমন্ত্রী বলেন, আগামীর লক্ষ্য হবে এক বিশ্ব, এক ভবিষ্যত, এক পরিবার। আর ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়েই ভারত তা করবে। যাতে দেশের প্রান্তিক মানুষদের কাছেও ডিজিট্যাল প্রযুক্তি পৌঁছে যায় তা নিয়েও কথা বলেন মোদী।
এদিন সম্মেলনের শেষে প্রত্যেক দেশের সুপ্রিমদের সঙ্গেও আলাদা আলাদা করে কথা বলেন। সেই সঙ্গে ভারতের যুদ্ধ বিরোধিতার বার্তাকেও অনুষ্ঠানের বিবৃতিতে আলাদা করে তুলে ধরা হয়।
Comments are closed.