“আপনারা রেফার করা বন্ধ করবেন! গর্ভবতী মহিলাকেও রেফার করছেন: রোগী রেফার নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সোমবার নবান্নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পর্যালোচনা বৈঠক ছিল। আর সেই বৈঠক থেকে রোগী রেফার নিয়ে ফের একবার কয়েকটি হাসপাতালকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তিনি সাফ জানান, এর পরেও এধরণের ঘটনা ঘটলে হাসপাতাল এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।
বৈঠক চলাকালীনই কিছু সরকারি হাসপাতালের কর্তাদের উদ্দ্যেশে মুখ্যমন্ত্রী বলেন, অপনারা কি রেফার করা বন্ধ করবেন? গর্ভবতী মহিলাকেও রেফার করছেন। তারপর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যেতে গিয়ে সময় নষ্ট হচ্ছে। কখন কখনল রোগীর মৃত্যুও হচ্ছে। এর পরেই মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পর এরকমটা হলে এর দায়িত্ব আপনাদের নিতে হবে যে রেফার করছেন, রোগী মারা গেল সেই দায়িত্বটাও তাঁকে নিতে হবে।
এদিন গঙ্গার পাড় সৌন্দর্যায়ন নিয়েও নতুন ঘোষণা করেন। তিনি জানান, উত্তরপ্রদেশের আদলে গঙ্গা আরতির জন্য একটা জায়গা বাছতে হবে। এই নিয়ে কলকাতা পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.