‘স্বাস্থ্য সাথী’তে যা খুশি ‘বিল’ করা যাবে না; হাসপাতাল-নার্সিংহোমগুলোর জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যদফতরের 

স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করলেই পুরো টাকা দাবি করা যাবে না। চিকিৎসা অসম্পূর্ন থাকলে বা মাঝ পথে রোগীর মৃত্যু হলে হাসপাতাল, নার্সিংহোমগুলো পুরো টাকা দাবি করতে পারবে না। স্বাস্থ্যদফতরের তরফে এমনটাই নির্দেশ জারি করা হয়েছে। এমনকী, চিকিৎসার কোন পর্যায়ের জন্য নার্সিংহোমগুলো কত টাকা ক্লেইম করতে পারবে, স্বাস্থ্যদফতরের তরফে গাইডলাইন প্রকাশ করে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব ঠিক হওয়ার পরেও কোনও কারণে যদি রোগীর অপারেশন না হয়, সেক্ষেত্রে হাসপাতালগুলো পুরো টাকা ক্লেইম করতে পারবে না। খুব বেশি হলে মোট প্যাকেজের ৩৫% হাসপাতালগুলো ক্লেইম করতে পারবে। এমনকী অপারেশনের পরেও তা যদি সফল না হয়, তবে মোট প্যাকেজের ৫০% ক্লেইম করতে পারবে হাসপাতাল-নার্সিংহোমগুলো। 

এখানেই শেষ নয়, স্বাস্থ্য দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসফল অ্যাজিওপ্লাস্টির ক্ষেত্রেও পুরো টাকা পাবে না হাসপাতালগুলো। সেক্ষত্রে মোট প্যাকেজের ৩০% এবং স্টেনের দাম দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ডে। এছাড়াও অপারেশনের পরেও যদি দেখা যায় কিডনিতে পাথর থেকে গিয়েছে তাহলে অপারেশনের ৬০%-এর বেশি টাকা দেওয়া হবে না। সেই সঙ্গে চিকিৎসার মাঝ পথেই যদি রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয় বা মাঝ পথে রোগীর মৃত্যু হয়, তাহলে প্যাকেজের ২৫-৫০% দাবি করা যাবে, তার বেশি নয়।

Comments are closed.