কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল, স্বাগত জানালেন মেয়র ফিরহাদ হাকিম, দেওয়া হল গার্ড অফ অনার

কলকাতায় এলেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁকে স্বাগত জানান ফিরহাদ হাকিম। এ দিন কলকাতা বিমানবন্দরের ভিতরেই রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। তার পর একসঙ্গে সকলে বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন সি ভি আনন্দ বোস।

গত শুক্রবার তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় শপথগ্রহণ নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। নতুন রাজ্যপালকে ২১ এবং ২৩ নভেম্বরের মধ্যে যেকোনও একদিন শপথগ্রহণ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। এরপর ঠিক হয় শপথগ্রহণ হবে ২৩ নভেম্বর। শপথগ্রহণের পর ফের দিল্লিতে যাবেন রাজ্যপাল। সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎকার করবে রাষ্ট্রপতি দ্রৌপদীমুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপ রাষ্ট্রপতি হওয়ার পর রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হন লা গণেশন। এবার এই পদে নিযুক্ত হতে চলেছেন সি ভি আনন্দ বোস। বুধবার শপথ নেবেন তিনি। নতুন রাজ্যপাল প্রাক্তন আইএএস ও একজন লেখকও। ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Comments are closed.