আগামী ১-২ দিনের মধ্যেই কলকাতা এবং রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

ভালো খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার থেকেই বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, নদীয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর। তাতে তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি ফিরবে। কলকাতাতেও বুধবারের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা কলকাতা এবং রাজ্যের মানুষের। সকাল থেকেই রোদের দাপটে তেতে উঠছে চারিপাশ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন একাটাই, কবে হতে পারে বৃষ্টি?
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি।

Comments are closed.