গলায় বিধেঁ আস্ত ত্রিশূল, জটিল অপারেশন করে যুবকের প্রাণ বাঁচালো NRS

গলায় ঢুকে আস্ত একটা ত্রিশূল। সফলভাবে অপারেশন করা তা বের করলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। সোমবার রাতে কল্যাণির এক যুবক রক্তাক্ত অবস্থায় এসে হাজির হন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁকে দেখে প্রথমে অবাক হয়ে যান হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। ওই যুবকের গলার সামনের দিক থেকে ত্রিশূল বিধেঁ বেরিয়ে গিয়েছে পিছনের দিকে। গোটা জামা রক্তে ভেজা। গলা দিয়ে ক্রমাগত বেরোচ্ছে রক্ত। রক্তে চোখে মুখেও।

ওই অবস্থায় হাসপাতালে যুবককে প্রথমে প্রাথমিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ইএনটি বিভাগে। এরপর খবর পেয়ে আসেন ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ প্রণবাশিস ব্যানার্জি। ওনার তত্ত্বাবধানে একদল চিকিৎসক জটিল অস্ত্রপচার শুরু করেন। ওই দলে ছিলেন ডাঃ সুতীর্থ সাহা, ডাঃ অর্পিতা এবং অ্যানাস্থেসিয়ায় ছিলেন ডাঃ মধুরিমা। প্রায় ১ ঘণ্টা অপারেশন চলার পর বের করা হয় ত্রিশূলটি। এখন লাইফ সার্পোট ছাড়া সুস্থ রয়েছেন ওই যুবক। তবে কীভাবে ওই ত্রিশূল গলায় লাগলো ওই যুবকের, তা জানা যায়নি। এর আগেও নীলরতন সরকার কলেজ ও হাসপাতালের জটিল অপারেশনে সাফল্য পেয়েছেন চিকিৎসকেরা। সোমবার রাতে ফের ওই যুবকের প্রাণ বাঁচিয়ে নজির গড়ল এই হাসপাতাল। এই চিকিৎসায় খুশি রোগীর পরিবারের সদস্যরা।

Comments are closed.