রক্তের ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় এন আর এস হাসপাতালে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য নয়া উদ্যোগ এন আর এসের। এন আর এসের বর্হিবিভাগের দোতলায় চালু হয়েছে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা কেন্দ্র। মঙ্গলবার সেটির উদ্বোধন হয়। এই সহায়তা কেন্দ্রে যেসব রক্তের ক্যান্সার আক্রান্ত শিশুরা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেয় তাদের পুরোপুরি চিকিৎসা করানো হবে। সেইসব শিশু সুস্থ হয়ে যাওয়ার পর পুনরায় স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে তাদের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার কাজ করা হবে।

 

সহায়তা কেন্দ্র উদ্বোধনের পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ শান্তুনু সেন বলেন, রাজ্যে ৫০ থেকে ৬০ শতাংশ শিশু রক্তের ক্যান্সার আক্রান্ত হলে চিকিৎসা শুরু হওয়ার পর মাঝপথে থেমে যায়। এই স্বেচ্ছাসেবী সংগঠন ও এন আর এস হাসপাতালের উদ্যোগে সেইসব শিশুরা পুনরায় চিকিৎসা শুরু করতে পারবে।

 

এই স্বেচ্ছাসেবী সঙ্গে সংগঠনের আরও একটি সহায়তা কেন্দ্র রয়েছে এস এস কে এমে। জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ক্যান্সার আক্রান্ত মানুষজন যাতে দালাল চক্রে না পড়ে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানা গিয়েছে, প্রয়োজনে বাড়ি থেকে আক্রান্ত শিশুদের নিয়ে আসার ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য, প্রতি মাসে কমপক্ষে ২ হাজার রক্তের ক্যান্সারে আক্রান্ত শিশু এন আর এসে চিকিৎসা করাতে আসে। কিন্তু চিকিৎসা শুরুর পরই অনেকে মাঝপথে চিকিৎসা থামিয়ে দেন। সেই অবস্থার বদল ঘটাতে এন আর এসের সঙ্গে হাত মেলাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন।

Comments are closed.