‘দুয়ারে সরকার’ নিয়ে নবান্নে জরুরি বৈঠক, ২০টি দফতরের সচিবদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ

বুধবার নির্দেশিকায় জানানো হয়েছে, ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এরপর জানা গেল দুয়ারে সরকার নিয়ে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। ওইদিন দুপুর ২ টো থেকে নবান্নে এই বৈঠক হবে। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে এসডিও, বিডিও, জেলাশাসক ও ২০ টি দফতরের সচিবদের।

পাশাপাশি ওই দফতরগুলির কয়েকজন আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। যেমন স্বাস্থ্য, আদিবাসী, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি-সহ কয়েকটি দফতরের আধিকারিকদের সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে।  বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের উপকার কীভাবে করা যায়, এই নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার হয়েছে ৩০ শে ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা উপভোক্তাদের দেওয়া হবে।

উল্লেখ্য, এইবার দুয়ারে সরকারে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এরমধ্যে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও কয়েকটি প্রকল্পের সুবিধা পেতে বেশি আবেদন জমা পড়েছে। এই বছর দুয়ারে সরকারের মাধ্যমে মোট ২৭টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। সামনের বছর রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে এই দুয়ারে সরকার কর্মসূচি আরও বেশি গুরুত্বপূর্ণ।

Comments are closed.